বিনোদন ডেস্ক : নায়িকার ইয়ামিন হক ববির হাতে নির্মাতা রাশিদ পলাশের মার খাওয়ার ঘটনা নিয়ে জোর চর্চা চলছে চলচ্চিত্রাঙ্গনে। এ বিষয়ে রাশিদ পলাশের ভাষ্য, ‘ববির সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’ অন্যদিকে ইয়ামিন হক ববি বললেন, ‘আমাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। পরিচালক মিথ্যাচার করছেন।’
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমা ঘিরে রাশিদ পলাশ ও ইয়ামিন হক ববির দ্বন্দ্বের সূচনা। সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির পাহাড় সমান অভিযোগ। তার মতে— শুটিং সেটে পরিচালকের কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি ববি। ফলশ্রুতিতে, বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।
রোববার (৩০ জুন) পরিচালক রাশিদ পলাশ রাইজিংবিডিকে বলেন, ‘ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে। সেদিন আমরা ক্লোজডোরে ববিসহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখালে, সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে, আসলে তেমন নয়।’
রাশিদ পলাশের কিছু বক্তব্য অস্বীকার করে ইয়ামিন হক ববি বলেন, ‘আমরা বন্ধু নই। সে একজন পরিচালক আমি একজন শিল্পী। এতটুকুই। সে কেন বন্ধু দাবি করছে আমি জানি না। আমাদের মাঝে ফ্রেন্ডলি সম্পর্ক নেই।’
ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপনা করা হয়নি, সেটা স্বীকার করে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমি ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি, এটা সত্য। এর জন্য আমি একা দায়ী নই। শুটিংয়ের কল টাইম ১১টায় থাকলেও শিল্পী সেটে আসেন ৪টায়। চার-পাঁচটা সিক্যুয়েন্সের পরিকল্পনা থাকলে তা কমে একটা-দুটো করা হয়। যে কারণে ববিকে ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। তারপরও ববিকে বলেছি, পরবর্তীতে তোমাকে ঠিকভাবে উপস্থাপন করব।’
আরো পড়ুন: নির্মাতাকে নায়িকার মারধর: পরিচালক বললেন, এমনটা প্রায়ই ঘটে
এ বিষয়ে ববি বলেন, ‘সব মিথ্যা কথা। এমন যদি হতো সে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা আমার সমিতিতে অভিযোগ জানাতে পারত। সেটা কিন্তু করেনি। তার মানে এমন কিছু হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান আমার কাজে সন্তুষ্ট। তারা আরও আক্ষেপ জানিয়েছে আমাকে ঠিকমতো উপস্থাপন করতে পারেনি বলে। বরং তারা পরিচালকের কাজে বিরক্ত। নিজের দোষ ঢাকতে আমাকে নিয়ে মিথ্যাচার করছে।’
রাশিদ পলাশের সঙ্গে কাজ করতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে ববির। এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও তো অনেক কাজ করেছি। কই কখনো তো কোনো পরিচালক সেটে দেরিতে গিয়েছি বলতে পারেনি। কাজের ব্যাপারে বরাবরই আমি আন্তরিক। এই কাজটি করতে গিয়ে আমার ক্যারিয়ারে বাজে একটা অভিজ্ঞতা হলো। এটা সারাজীবন মনে থাকবে।’
ববির পারিশ্রমিক ঠিকভাবে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয় রাশিদ পলাশ বলেন, ‘ববির সঙ্গে আমার কথা হয়েছিল ৩ লাখ টাকা দেয়ার। আমি তিন লাখই দিয়েছি। ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে! তা ছাড়া সিনেমায় ববি তার মতো ড্রেস পরে আসতো।’