বিনোদন ডেস্ক : বলিউডের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং নিজের গ্রামের বাড়ি জিয়াগঞ্জে কেমন পরিবেশে থাকেন তা অনেকেই জানে। গ্রামে তিনি এখনো একেবারে পাড়ার ছেলের মতো চলাফেরা করেন। অন্য আট-দশটা মানুষের মতোই তার সাধারণ জীবন-যাপন।
অরিজিতের সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে যে ভিডিও প্রকাশ পায় তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। বলিউডে যিনি প্রথম সারির সংগীতশিল্পী তার টিমের কাছ থেকে ফোন পেয়ে, কাজের অফার পেয়ে প্রথমে কিছুটা চমকেই গিয়েছিলেন অভিনেতা ঋষভ বসু।
আর সেই কাজের সুযোগই তাকে দেখার সুযোগ করে দিল মাটির কাছাকাছি থাকা অরিজিৎকে। মিউজিক ভিডিও মুক্তির পরে, সেই গল্প শোনালেন ওয়েব সিরিজের শ্রীকান্ত।
সম্প্রতি মুক্তি পেয়েছে সুনিধি চৌহানের কণ্ঠে, অরিজিৎ সিংহের কম্পোজিশনে নতুন গান ‘বরখা’। এ গানের মিউজিক ভিডিওতেই মূল ভূমিকায় দেখা গেছে ঋষভকে। কিন্তু কীভাবে এসেছে এ গানের সুযোগ সে প্রসঙ্গে ঋষভ বলছেন, তখন সদ্য সদ্য আমার ওয়েব সিরিজটা মুক্তি পেয়েছে। শ্রীকান্ত। সম্ভবত সেই ওয়েব সিরিজের কোনো এক গান দেখেই আমার লুক পছন্দ হয়েছিল অরিজিৎ সিংহের। তারপরেও তার টিমের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, কাজের কথাও বলা হয়।
কাজের প্রস্তাব পেয়ে কার্যত সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন ঋষভ। প্রস্তাব পাওয়ার সময় দুবাইতে ছিলেন তিনি। একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শুটিংয়ে। সেখানেই তার কাছে এ কাজের অফার আসে। ঋষভ বলছেন, যথাসময়ে আমি জিয়াগঞ্জে গেলাম। পুরো গানের শুটিং হয়েছে জিয়াগঞ্জে, অরিজিৎদার বাড়ির কাছাকাছি। ২ থেকে ৩ দিন লেগেছে শুটিং করতে। সেই কয়েকটা দিন ওখানেই ছিলাম।
এখানের অভিজ্ঞতা প্রসঙ্গে ঋষভ বলছেন, অরিজিৎ সিংকে যেমনভাবে মানুষ দেখেন, ও ঠিক সেইরকমই, বরং আরও অনেক বেশি সাধারণ। পুরো শুটিংয়ের সময়টাই আমাদের সঙ্গে ছিলেন অরিজিৎ।
এমনকি অনেক শট উনি নিজের হাতেও নিয়েছেন। আমার রাস্তায় হেঁটে যাওয়ার একটা শট ছিল, সেটা নিজেই রাস্তায় শুয়ে পড়ে নিলেন অরিজিৎদা। জিয়াগঞ্জে থাকলে উনি সত্যিই একেবারে পাড়ার ছেলে।