নিজেকে ঋণ খেলাপি বলে ঘোষণা করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আর্থিক মন্দা চরম আকার নিয়েছে তাতে কোনও সন্দেহ ছিল না। মঙ্গলবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিজার্ভ তলানিতে ঠেকায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ তার শোধ করতে পারবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ থেকে সে ঋণকে ক্যাপিটালাইজ করতে পারে। অর্থাৎ প্রাপ্য সুদের পরিমাণকে মূলধনের সঙ্গে যোগ করে দিতে পারে অথবা ঋণের অর্থ শ্রীলঙ্কান রুপিতে পরিশোধের বিকল্প বেছে নিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপয়লা বৈশাখের অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করতে হবে
পরবর্তী নিবন্ধকরোনা চিকিৎসায় ২২.২ শতাংশ সেবাগ্রহীতা দুর্নীতির শিকার : টিআইবি