নিউ ইয়র্কে চাঞ্চল্যকর দুলাল হত্যার রায় ঘোষণা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। গত বৃহস্পতিবার ব্রুকলিন সুপ্রিম কোর্টে বিচারপতি নিল ফিরেটোগ বাংলাদেশি ব্যবসায়ী মহিউদ্দিন মাহমুদ দুলাল (৫৭) কে হত্যার দায়ে আরেক বাংলাদেশি মোহাম্মদ রাসেল সিদ্দিকীকে (৩০) কে ২৫ বছরের কারাদণ্ড প্রদান করেন।
২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার একটি বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে দুলালকে জবাই করেন তারই ভাড়াটে রাসেল সিদ্দিকী। ঘটনার দুই দিন পর ৮ জানুয়ারি হত্যাকারী রাসেল বাংলাদেশে পালিয়ে যাবার চেষ্টা চালায়। খবর পেয়ে নিউ ইয়র্কের পুলিশ জেএফকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল দুলালের ব্যবসাপ্রতিষ্ঠানের বেসমেন্টে থাকতেন। সেখানেই দুলালকে হত্যা করা হয়। রায়ের পর ব্রুকলিনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ভারপ্রাপ্ত) এরিক গঞ্জালেজ গণমাধ্যমকে জানান, রাসেল কাণ্ডজ্ঞানহীন কাজ করেছেন। ৩ সন্তানের জনক দুলালকে হত্যা করে যে অপরাধ করেছেন তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। কারাদণ্ডের মেয়াদ শেষে রাসেলকে আরো ৫ বছর কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে।
উল্লেখ্য, গ্রেপ্তারের পর থেকে বিচারের শেষ দিন পর্যন্ত রাসেল নিজের দোষ স্বীকার করেন।
এমন নৃশংসতায় দ্বিতীয় কোনো ব্যক্তি জড়িত নন বলেও উল্লেখ করেন।