নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

নিউমার্কেটে সহিংসতার ঘটনায় যারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা শনাক্ত বা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নিউমার্কেটে সহিংসতার মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এখানে দুইটি হত্যা কিংবা অ্যাক্সিডেন্ট যেটাই বলেন দুইটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। মৃত্যু কারও জন্য কাম্য নয়, সে যেই হোক। আমরা দেখেছি, একটা তুচ্ছ ঘটনা নিয়ে ঘটনার সূত্রপাত। এই সূত্রপাত থেকে বৃহদাকার একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এখানে ছাত্র, ব্যবসায়ী, ছোট ছোট খুদে দোকানদার তারা এই যুদ্ধে লিপ্ত হয়ে যায়। অন্যদের পাশাপাশি সাংবাদিকেরাও আহত হয়েছেন। পরবর্তীতে আপনারা দেখেছেন, আমাদের পুলিশ টিয়ারগ্যাস এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়েছে। এতে হতাহত হয়েছে যথেষ্ট।’

মন্ত্রী বলেন, ‘তারপর আমরা একটা মিটিংয়ে সুরাহা করলে সেখান থেকে উত্তরণ ঘটেছে। দুটি হত্যা মামলা হয়েছে, মারপিটের মামলা, ভাঙচুরের মামলা হয়েছে। একটা অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করা হয়েছে, সেটারও মামলা হয়েছে। মামলা মামলার গতিতে চলবে। যারা শনাক্ত হবে, যারা চিহ্নিত হবে, ভিডিও ফুটেজ দ্বারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

 

পূর্ববর্তী নিবন্ধটিকা নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবেতন-বোনাস ছাড়া সড়ক ছাড়তে রাজি নন পোশাকশ্রমিকরা