নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এবং সেখান থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে সকাল থেকে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার বেলা ১১টা থেকে এখনো এই অভিযান চলছে। ডিএসসিসি জানিয়েছে, আগামী এক সপ্তাহ ধরে অভিযান চলবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুলডোজার দিয়ে পুলিশ ফুটপাত ঘেঁষে গড়া ওঠা স্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে। আর অস্থায়ী দোকানগুলো নির্মাণের নানা সামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব ও মামুনুর রশীদের নেতৃত্বে ডিএসসিসির ৫০ জন কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক পুলিশ অভিযানে অংশ নেয়।

অভিযান চলকালে খান মো. নাজমুস শোয়েব বলেন, ফুটপাতে সাধারণ মানুষ চলাচল করবে। সেখানে কোনো স্থাপনা থাকতে পারে না। এ কারণে এই অভিযান শুরু হয়েছে। আগামী কয়েক দিন এই অভিযান চলবে।

 

পূর্ববর্তী নিবন্ধইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে : তারানা
পরবর্তী নিবন্ধপ্রেমিকের বাড়িতে তিন দিন অনশনের পর বিয়ে