নিউমার্কেটসহ দক্ষিণ সিটির সব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চীনের উহান থেকে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৬৫টি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৪ মার্চ রাত ৮টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সব মার্কেট বন্ধ থাকবে। সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ফেডারেশনের আওতাধীন ১৩টি কাঁচাবাজার খোলা থাকবে। সোমবার দুপুরে বঙ্গবাজার কমপ্লেক্সে সংগঠনটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের অধীনে সিটি কর্পোরেশনের ৭৮টি মার্কেট রয়েছে। এর মধ্যে কাঁচাবাজার ১৩টি। এ সব মার্কেটে দিনে ১৫-২০ লাখ ক্রেতা আসেন। আর মার্কেটগুলোতে দোকান মালিক-কর্মচারী রয়েছেন লক্ষাধিক। সবার মধ্যে করোনা উদ্বেগ কাজ করায় দোকান মালিক, শ্রমিক ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বন্ধের সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

বৈঠকে সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।

বাংলাদেশে এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ ছুটিতেও খোলা থাকবে ব্যাংক
পরবর্তী নিবন্ধরাজধানীর ঢাকেশ্বরীর আবাসিক এলাকা লকডাউন