নিউইয়র্কে হামলা পরিকল্পনাকারী বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : নিউইয়র্কের টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক গ্রেপ্তার হয়েছেন। ২২ বছরের ওই যুবকের নাম আশিকুল আলম, থাকেন নিউইয়র্কের কুইন্সে। অস্ত্র কেনার ফাঁদে ফেলে এফবিআই এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্কফোর্সের সদস্যরা গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেন। খবর ইউএস টুডে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আলাপচারিতায় টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেন আশিকুল। এর পর থেকে নজরদারিতে ছিলেন। ছদ্মবেশে একজন গোয়েন্দা তার পিছু নেন। তার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনার বিষয়ে আলোচনাও করেন আশিকুল। সিরিয়াল নম্বর নষ্ট করা আগ্নেয়াস্ত্র কিনতে চান তিনি। সে অনুযায়ী গত বৃহস্পতিবার অস্ত্র কিনতে গেলে গোয়েন্দাদের ফাঁদে ধরা পড়েন।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, হামলার পরিকল্পনা হিসেবে গত জানুয়ারিতে বেশ কয়েকবার টাইমস স্কয়ার পর্যবেক্ষণ করতে যান আশিকুল। সম্ভাব্য লক্ষ্যগুলো অনুসন্ধানের জন্য পুরো এলাকার ভিডিও রেকর্ড করেন। এমনকি পুলিশকে হত্যার জন্য আত্মঘাতী বোমা এবং এআর-১৫ রাইফেল কিনতে চেয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধব্লাউজ ছাড়া শাড়ি পরে বিতর্কে প্রিয়াঙ্কা