না ফেরার দেশে গায়ক জনি টিলটসন

বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পোয়েট্রি ইন মোশন’ খ্যাত গায়ক জনি টিলটসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই গায়কের মৃত্যুর খবরে পশ্চিমা বিনোদন জগতে শোক নেমেছে।

গত মঙ্গলবার এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টিলটসনের স্ত্রী ন্যান্সি। জানিয়েছেন, পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পোস্টে তার স্ত্রী লেখেন, ‘জনি টিলটসন আমার দেখা সবচেয়ে মিষ্টি, দয়ালু মানুষ। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয়জন, যিনি এখন না ফেরার দেশে।’

এই শিল্পী গানের ক্যারিয়ার শুরুর দুই বছর পর তার হিট ট্র্যাক ‘পোয়েট্রি ইন মোশন’ প্রকাশ করেন। আর এই গানটিই দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। গানটি বিলবোর্ড হট ১০০-এ দ্বিতীয় স্থানে উঠে আসে।

পূর্ববর্তী নিবন্ধহেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
পরবর্তী নিবন্ধগাজীপুরে ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক