পপুলার২৪নিউজ ডেস্ক:
না ফেরার দেশে চলে গেলেন পশ্চিমবঙ্গের নন্দিত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভোররাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুই বাংলায় সমান জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।
দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সূত্র জানায়, ১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই অভিনেতার শেষকৃত্য আজই কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে অ্যালঝাইমার্স রোগে ভুগছিলেন দ্বিজেন। এজন্য বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। অভিনয় থেকে দূরে থাকলেও মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুতে কলকাতায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু খবর শুনে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ছুটে গেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেকে।
১৯৭৮ সালে ‘অমৃতাক্ষর’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে আসেন দ্বিজেন। তারপর মঞ্চে বহু নাটকে অভিনয় করেছেন তিনি।পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশনেও।তার অভিনীত চুনি-পান্না জনপ্রিয়তা অর্জন করেছিল। অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করতেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।
মঞ্চনাটকে অভিনয়ের সূত্রে বাংলাদেশেও এসেছেন তিনি।ঢাকার নাট্যকর্মীদের সঙ্গে ছিল তার নিবিড় যোগাযোগ।