নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন পরিচালক

বিনোদন ডেস্ক:

কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেম করছেন নায়িকা তমা মির্জা। নির্মাতার সর্বশেষ ওয়ব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ছিলেন তমা। কাজট করতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়ান বলে গুঞ্জন ছড়ায়।

এছাড়া সম্প্রতি ফেসবুক স্টোরিতে তমা মির্জার সঙ্গে একটি ছবি শেয়ার করেন রাফি। যেখানে দেখা যায়, একটি প্রাইভেটকারে তমা মির্জা ও রায়হান ঘনিষ্ঠ হয়ে বসে আছেন। ছবিতে রায়হান রাফির মুখ স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল। আর ওই ছবিতে দুজনই পোশাক রঙের মিল রেখে পরিধান করেছিলেন। যা এই গুঞ্জনকে আরও উসকে দেয়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন রাফি।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যখন কোনো চলচ্চিত্রের প্রমোশনে যাই তখন এভাবেই প্রস্তুতি নেই। যেটা এবার তমাকে নিয়ে করতে হয়েছে। আসলে যদি সম্পর্কের কথা বলেন, তাহলে সেটা বন্ধুত্বের। আপনারা জানেন মিডিয়ায় কাজ করতে গিয়ে বন্ধুত্ব হতেই পারে। যেটা এর আগে অনেকের সঙ্গেই হয়েছে। তমা একটু বেশি প্রাণোচ্ছ্বল তাই হয়তো মানুষের চোখে লেগেছে। আদতে এমন কিছুই নয়।’

অন্যদিকে তমা বলেন, ‘যাদের সঙ্গেই আমার কাজ হয়, তারাই আমাকে অনেক পছন্দ করেন এবং ভালো জানেন। সে জায়গা থেকে আমারও তাদের প্রতি অনেক কৃতজ্ঞতাবোধ ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। আমি চেষ্টা করি সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার। কিন্তু যে কোনো সম্পর্ক নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি ওপর, যে আপনি সম্পর্কটা কোন দৃষ্টিতে দেখছেন। মানুষ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, সম্পর্কটা আপনি তেমনই দেখছেন।’

রায়হান রাফি আরও যোগ করেন, ‘আমি লুকোচুরি করি না, এখনো করছি না। তমা এখন নিজেকে ভেঙেচুরে অভিনয় করছে। সামনে তার অনেকগুলো কাজ। আর আমার সঙ্গে কাজের জায়গাটাতেই মিল ভালো যার ফলে আমাদফের বন্ধুত্ব তৈরি হয়েছে। এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই। এসব গুঞ্জন আসলে পারিবারিকভাবে অশান্তি তৈরি করে। যেখানে ঘটনা কিছুই নেই, সেখানে মানুষজন নানা কিছু লিখে বলে- দুজনকে বিষিয়ে তুলছে- এটা কাম্য নয়।’

এদিকে, গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রায়হান রাফির নতুন সিনেমা ‘জানোয়ার ২’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তমা মির্জা। চুক্তি শেষে দুজন একসঙ্গে ছবিও প্রকাশ করেছেন। সেই ছবিতেও তাদের বেশ আন্তরিক দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকাবা শরিফের গিলাফ সেলাই করলেন সানা খান
পরবর্তী নিবন্ধআলোচনার ভিত্তিতে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব