নাসিমের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মন্ত্রী, এমপি, দলীয় ও রাজনৈতিক অঙ্গনের নেতারা, সরকারি আমলা এবং দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

শোক প্রকাশ করে বাণী দিয়েছেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

এছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা শোক প্রকাশ করছেন। শোক প্রকাশ করে বাণী দিয়েছন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় ওবায়দুল কাদের বলেন, ‘অত্যন্ত দুঃখ-বেদনার সঙ্গে জানাচ্ছি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয়, শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন। আমরা শোকাহত, আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’

শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের রাজনীতিবিদকে হারালাম যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মোহাম্মদ নাসিম এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি চির জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

আইনমন্ত্রী বলেন, ‘মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধারভরে স্মরণ করবে।’

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শোকবার্তায় মেয়র বলেন, ‘মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র। তার পিতার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন। তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি এক মহান নেতাকে হারালো।’

মেয়র তাপস বলেন, ‘এক-এগারো পরবর্তী সময়ে মোহাম্মদ নাসিমের বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে বিরাজনীতিকিকরণের হাত থেকে রক্ষা করেছিল বলেই বাংলাদেশের গণতন্ত্র ও গণমানুষের অধিকার সুরক্ষিত হয়েছে। তাই, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যু জাতির এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতি তার বলিষ্ঠ ভূমিকা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ইরাব) ঢাকার সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির পক্ষ থেকে সাবেক মন্ত্রীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরেড জোন এলাকায় ঘরে ইবাদত-উপাসনার নির্দেশ