জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সামরিক শাখার চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর জেলা প্রধান মাওলানা আবদুল আলিমকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, হুজির এই সামরিক কমান্ডার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, পার্বত্য চট্টগ্রামে জঙ্গিদের সামরিক ট্রেনিং তিনিই তদারকি করতেন। চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি।
র্যাব-৬ এর উপ-পরিচালক গোলাম মোর্শেদ জানান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া হুজি নেতা মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাওলানা আবদুল আলিম।
শনিবার ভোরে ঝিনাইদহের হাটগোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মনির আহমেদ।
অধিকতর তদন্তের স্বার্থে জঙ্গি নেতা আবদুল আলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে দামুড়হুদা থানা পুলিশ ও র্যাব।