দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, নারী শিক্ষার প্রসার হলে সমাজ থেকে কুসংস্কার ও বাল্য বিবাহ দূর হবে। রবিবার সকালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতলবগঞ্জ জে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষিত মায়ের সন্তানেরাই সুশিক্ষা লাভ করতে পারে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃংখলা প্রতিরোধে শিক্ষক, অবিভাবকসহ সকল শ্রেণি পেশার সমন্বয়ে সচেতনতা তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন শিক্ষানুরাগী মা’ উল্লেখ করে তিনি বলেন, বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ এখন দেশের কোমলমতি শিক্ষার্থীদের কাছে উৎসবে পরিণত হয়েছে।
মায়া বলেন, এদিন তারা নতুন পোশাক পড়ে সেজেগুজে দল বেঁধে স্কুলে বই নিতে আসছে। তিনি আরো বলেন, নতুন বইতে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে নতুন বইতে চাপ্টার সংযোজন করা হয়েছে।
এ সময় শিক্ষার হার শতভাগে উন্নীত করতে সকল ছেলেমেয়েকে স্কুলে পাঠানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গ তিনি বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কঠোর হতে প্রশাসনকে নির্দেশ দেন।
এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে মায়া চৌধুরী বলেন, শিক্ষিত মায়ের সন্তানেরাই সুশিক্ষা লাভ করতে পারে।
বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ সেক্রেটারি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক চৌধুরী।