নারী পুলিশ অফিসারের পাথর ছোঁড়ার ছবি ভাইরাল

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের কলকাতায় এক নারী পুলিশ অফিসারের বিক্ষোভকারীদের দিকে পাথর ছোঁড়ার ছবি ভাইরাল হয়েছে অনলাইনে। বামপন্থী বিভিন্ন সংগঠনের নবান্ন অভিযানের দিন সাংবাদিকদের পেটানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আইপিএস অপরাজিতা রাই৷ এবার ফের একবার বিতর্কের কেন্দ্রে তিনি৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা রাইয়ের একটি ছবি ভাইরাল হয়েছে৷ সেখান পাথর ছুঁড়তে দেখা গিয়েছে ২০১৩র ব্যাচের এই আপিএসকে৷ তবে বিতর্ক এখানেই শেষ নয়৷

গত ২৩ তারিখ কলকাতা পুলিশ সিপিএমের তরুণ তুর্কি শতরূপ ঘোষের একটি ছবি নিজেদের ট্যুইটারের দেওয়ালে পোস্ট করে৷ শতরূপকে পুলিশের উদ্দেশে পাথর ছুঁড়তে দেখা যায় সেই ছবিতে৷ আর তারপরেই কলকাতা পুলিশেরই খোদ এডিসি(সাউথ) এর এহেন ছবি প্রকাশ্যে আসতেই জোরদার হয়েছে বিতর্ক৷

গত মঙ্গলবার সন্ধ্যায় শতরূপ ঘোষের একটি ছবি কলকাতা পুলিশ তাদের অফিসিয়াল ট্যুইটারে পোস্ট করে৷ সেখানে সিপিএমের যুব নেতাকে পুলিশের উদ্দেশে পাথর ছুঁড়তে দেখা যায়৷

তবে সেই ঘটনার ঠিক একদিন পরেই আইপিএস অপরাজিতা রাইয়ের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ একেবারে উর্দি পরেই তাঁকেও পাথর ছুঁড়তে দেখা যায়৷ একজন আইপিএস অফিসার হয়ে কী এই কাজ তিনি করতে পারেন? প্রশ্ন তুলছেন অনেকেই৷

পূর্ববর্তী নিবন্ধ‘আমাদের মেয়ে ৯ বছর ধরে আটকে আছে পাকিস্তানে’
পরবর্তী নিবন্ধনরসিংদীতে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২