নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। তারা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. শরিফুল ইসলাম (৩২)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাইফুল ও শরিফুলের শরীরের যথাক্রমে ৬০ এবং ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মোজাম্মেল (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. জাকারিয়া (২০) ও মো. ইকবাল হোসেন (২৫) দগ্ধ হন। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে ভর্তি করা হলে গতকাল মোজাম্মেল মারা যান। তার শরীরের ১০০ ভাগ দগ্ধ ছিল। দগ্ধ বাকি দুজনের মধ্য জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ক্ষতিগ্রস্তরা মামলা করলে পুলিশ সহযোগিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৯
পরবর্তী নিবন্ধফখরুলের বিরুদ্ধে নাশকতার মামলা চলবে