জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জের বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও তিন জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকালে তিন জনের মরাদেহ ও রোববার (৯ জানুয়ারি) ছয় জনের মরাদেহ উদ্ধার করা হয়।
প্রত্যেকটি মরদেহ দুর্ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। এর আগে ৫ জানুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে রয়েছেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজ পড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০), তামিম (৮), আব্দুল্লাহ (২৪), শামসুদ্দিন (৬২)।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল থেকে তিন জনের ও গতকাল সন্ধ্যা পর্যন্ত ছয় জনেরসহ মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।