নারায়ণগঞ্জে গণধর্ষণের পর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলোচিত পোশাক শ্রমিক আসমা আক্তারকে গণধর্ষণের পর হত্যার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় ৪ জনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার নুরুদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিটল (৪০), মৃত আ. সালামের ছেলে খোকন মিয়া (৩২), আবু মিয়ার ছেলে ছুফুন (৩৪)। আর খালাস প্রাপ্তরা হলেন- সালামত, মিজান, হাসান কবির মেম্বার ও আ. মজিদ।

আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন জানান, ২০০৮ সালের ১২ মার্চ বন্দর উপজেলার ভদ্রাসন এলাকায় পোশাক শ্রমিক আসমা আক্তারকে (২৮) অপহরণ করে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয় আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা রাজা মিয়া বাদী হয়ে প্রথমে অপহরণ মামলা করেন। মরদেহ পাওয়ার পর তদন্তে হত্যার রহস্য খুঁজে পায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধশাস্তি বাড়িয়ে বিএসটিআই আইনের খসড়ায় অনুমোদন
পরবর্তী নিবন্ধঐশীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল