নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালাবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাত ১২টা থেকে নাব্য সঙ্কটের কারণে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। একই সমস্যার করণে গত কয়েকদিন ফেরি সার্ভিস প্রায়ই বন্ধ রাখতে হয়েছিলো।

শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ফেরি চলাচলের জন্য নদীতে যে পরিমাণ নাব্য প্রয়োজন সেখানে মাত্র দুই থেকে আড়াই ফুট পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য অত্যান্ত নগন্য। তাই এখন চ্যানেলটি বন্ধ প্রায়।

তিনি আরো জানান, এমতাবস্থায় গতরাতে কুমিল্লা, কাকলী, কিশোরী নামের তিনটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। যা গন্তব্যে না যেতে পেরে পুনরায় শিমুলিয়া ফিরে আসতে বাধ্য হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকাপাসিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশীরা
পরবর্তী নিবন্ধশহিদুলের চিকিৎসার আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ