আলমগীর নিশান :
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি বাবু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। ২৩ শে মে রাত পৌন দুইটার সময় তিনি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, রাজনৈতিক যোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে চেয়ারম্যান ওসমান গণি বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন। এক শোক বার্তায় তিনি বলেন, শুধু বাবু ভাইকে নয় আমরা চেয়ারম্যানদের একজন অভিভাবককে হারিয়েছি। ব্যক্তিগত ভাবে বাবু ভাইয়ের সাথে আমার খুব গনিষ্ট সম্পর্ক ছিল। বাবু ভাই ছিল মহৎ ও সরল মনের একজন মানুষ। বাবু ভাইয়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত। আমি বাবু ভাইয়ের আত্ত্বার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যাতে বাবু ভাইকে বেহেস্ত নচিব করেন। আমিন।
উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন নানা রোগে ভূগছিলেন।
দীর্ঘদিন তিনি চট্টগ্রাম উত্তর আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য ও ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।