নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

জেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় একটি দোকানের আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত জগদীশ কুমার (৪৫) ওই গ্রামের সুরেশ্বরের ছেলে।

বুধবার (৮ মার্চ) রাত ১০টার দিকে সিংড়া উপজেলার কুমগ্রামে এ ঘটনা ঘটে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরও পাঁচটি দোকান ভস্মীভূত হয়।

ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর সময় দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফারিত হয়ে জগদীশ ঘটনাস্থলেই নিহত হন।

চেয়ারম্যান আরিফুল আরও বলেন, এসময় অপর তিনজন দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ আহত হন। তাদের মধ্যে রাজ্জাককে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় ভূমিকম্পে বাবাহারা কিশোরকে জড়িয়ে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে কমেছে শনাক্ত, মৃত্যু আরও ৩ শতাধিক