নাটোরে আওয়া লীগ নেতার ওপর প্রতিপক্ষের হামলা, আহত ৭

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দলের কেন্দ্রীয় তথ্য ও প্রচার উপকমিটির সদস্য এমরান সোনারসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) নাটোর সদর উপজেলার পিগজিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

অপরাপর আহতরা হলেন একই এলাকার আফতাব, সুলতান, জিয়ারুল, আসাদুল, আহমেদ আলী ও রাজিয়া বেগম।

আহত আফতাব জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এমরান সোনারের পোস্টার লাগানোর সময় প্রতিপক্ষরা অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। শনিবার সকালে যুবলীগ সদস্য ককালিয়া ও মেহেদীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ২৫-৩০টি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়।

এসময় স্টিলের পাইপ, হাতুড়ি, হাঁসুয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে এমরান সোনার বলেন, সম্মেলনে আমার সমর্থকরা যেন না আসতে পারে সেজন্য বিভিন্ন স্থানে ভয়-ভীতি দেখানো হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামালা করতে বলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধজনগণের সমর্থন ছাড়াই সরকার টিকে থাকতে চায়: ড. কামাল
পরবর্তী নিবন্ধবাগেরহাটের শরণখোলায় দেওয়াল ধসে শিশুর মৃত্যু