নাজিবের বাসভবন থেকে ৩ কোটি মার্কিন ডলার উদ্ধার

 পপুলার২৪নিউজ ডেস্ক:

মালয়েশিয়ার পুলিশ শুক্রবার বলেছে, দুর্নীতির অভিযোগ তদন্তে তারা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ তিন কোটি মার্কিন ডলার উদ্ধার করেছে।

গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।

গত ৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়।

পুলিশ কর্মকর্তা অমর সিং সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরনের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১ কোটি ৪০ লাখ রিঙ্গিত (২৮.৬ মিলিয়ন ডলার)।

৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে ঘড়ি ও অলঙ্কার ভর্তি। এর অর্থমূল্য পরে হিসাব করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাদকের ব্যাপারে রাঘববোয়াল-চুনোপুটি কাউকে ছাড় নয়: সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধনিখোঁজ ছাত্রদল নেতা সজলকে পাওয়া গেছে