পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর বনানীতে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের মামলার আসামি নাঈম আশরাফের ডিএনএ এবং ধর্ষণের ভিডিও ক্লিপ উদ্ধারে সাফাত আহমেদ ও সাদমান সাকিফের মোবাইল পরীক্ষার অনুমোদন দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসাইন এ আদেশ দেন।
এর আগে নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা আবেদন করেছিলেন।
এছাড়া ধর্ষণের ভিডিওচিত্র উদ্ধারের জন্য মামলার অপর দুই আসামি সাফাত ও সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইল সেট ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ এবং তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঠানো হচ্ছে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকও।
গত বৃহস্পতিবার মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে সাফাত আহমেদ ও সাদমান সাকিফ হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।