আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সাত মাস পর টুইটার ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নাইজেরিয়ার সরকার প্রধান মুহাম্মাদু বুহারি।
বুধবার তিনি টুইটার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বাতিলের ঘোষণা দেন। টুইটারে দেওয়া এক টুইট বার্তায় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ তথ্য জানান।
দেশির ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে জুনে দেশটির প্রেসিডেন্টের একটি মন্তব্য মুছে দেয় টুইটার। যা নিয়ে বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
ডেইলি সাবাহ’র প্রতিবেদনে আরো বলা হয়, সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর টুইটার কর্তৃপক্ষ দেশটিতে পুনরায় টুইটার চালু করেছে।
নাইজেরিয়ার তথ্য-প্রযুক্তি উন্নয়ন সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির ফেডারেল সরকার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির কাছে টুইটার খুলে দেওয়ার আহ্বান জানালে তিনি তা খুলে দিতে অনুমতি প্রদান করেন।
নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টুইটার আমাদের দেশে কাজ করতে রাজি হয়েছে। তবে এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের কোনা মন্তব্য পাওয়া যায়নি।
আফ্রিকার অন্যতম জনবহুল এই দেশে মত প্রকাশের স্বাধীনতায় টুইটার হস্তক্ষেপ করায় তা নিন্দা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা।