পপুলার২৪নিউজ ডেস্ক:
নাইজেরিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের মাইদুগুরি শহরে একটি শরণার্থী শিবিরের কাছে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
তিন নারী আত্মঘাতী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
তাদের ধারণা, হামলাকারী নারীরা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আত্মঘাতী সদস্য।
জঙ্গি প্রতিরোধে গঠিত স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য বাবা কুরা জানান, প্রথমে এক নারী শিবিরের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন তাদের দোকানপাট বন্ধ করতে শুরু করে।
এসময় অপর দুই নারী পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। দুটি বিস্ফোরণেরই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান বাবু কুরা।
উল্লেখ্য, বর্নোতে বোকো হারামের শক্তিশালী অবস্থান আছে।