জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. বেলাল (৩০) নামের এক যুবক আহত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টায় উপজেলার আসামতলির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত বেলাল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বহাজীরপাড়ার আবুল হাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুসল্লিরা নামাজ শেষে গিয়ে দেখেন, বেলাল গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। বেলাল ইয়াবা পাচারের জন্য সীমান্তে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে ধারণা স্থানীয়দের।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন লেন, ভোরে বেলাল নামের এক যুবক ফুলতলী সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে গেলে হঠাৎ দুটি মাইন বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বিষয়টি জানানো হয়। আহত বেলাল এর আগেও ইয়াবা নিয়ে বিজিবির হাতে আটক হয়েছিল।
চেয়ারম্যান আরও বলেন, সে একজন মাদক কারবারি বলে সীমান্তবাসী থেকে জানা গেছে। এলাকাবাসী এবারও সন্দেহ করছে ইয়াবা পাচারের কাজে সে সীমান্তের কাঁটাতারের বেড়া কাছে গিয়েছিল। সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
নাইক্ষ্যংছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন সিংহ বলেন, উপজেলার আসামতলি সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বেলাল নামে এক যুবক আহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।