পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চাইনিজ রাইফেল, এসএমজি, এম-২ রাইফেল ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব ৭ এর একটি দল। সোমবার রাত থেকে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের অস্ত্রলুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন (বড়) ও তার সহযোগী মাস্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব ৭।
এসব অস্ত্র কক্সবাজারের টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্রাবস্থায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থেকে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ মে রাতে টেকনাফের নয়াপাড়ায় শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হন। এ সময় লুট করা হয় ১১টি অস্ত্র ও প্রায় ৬৭০টি গুলি।