নলছিটিতে বজ্রপাতে মা নিহত, মেয়ে আহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মমতাজ বেগম (৩৫) ওই ইউনিয়নের আমিরাবাদ বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মালেক খানের স্ত্রী।

এ ঘটনায় নিহতের মেয়ে আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাফিজা আক্তার (১৪) আহত হয়েছে।

তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুবিল গ্রামের বাসিন্দা মো. রায়হান খান জানান, সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হলে মেয়েকে সঙ্গে নিয়ে ক্ষেতে থাকা খেসারি ডাল তুলে আনতে যায় মমতাজ বেগম। এসময় ব্রজপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি। মেয়ে হাফিজা আক্তারের দুই পা পুড়ে যায়।

হাফিজা আক্তার জানায়, বজ্রপাতের শব্দে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে দেখতে পান মায়ের শরীর ঝলসে যাচ্ছে। সে চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে।

মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই।

সোমবার বেলা ১২টার দিকে জানাজা শেষে নিহত মমতাজ বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাডার ক্রয় মামলায় সাক্ষ্যগ্রহণের আদেশ বাতিল
পরবর্তী নিবন্ধসৌদি প্রিন্সকে নিয়ে ট্রাম্প প্রশাসনের কেন এতো আগ্রহ?