সোমবার সন্ধা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাঁসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির বি-বাড়িয়া খাটি হাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানায়, হুমায়ুন কবির একটি প্রাইভেটকার নিয়ে বি-বাড়িয়া থেকে ঢাকার উত্তরায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।
মুষুলধারে বৃষ্টির মধ্যে প্রাইভেটকারটি শিবপুরের ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেভেন রিংস সিমেন্ট কোম্পানির একটি মিকচার ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৮ চাকাবিশিষ্ট ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ছিটকে সড়কের পার্শ্ববর্তী স্থানে গিয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলেই ওসি হুমায়ুন নিহত হন। গুরুতর আহতাবস্থায় প্রাইভেটকারের চালককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়।
এর আগে গত কয়েক বছর পূর্বে একই স্থানে মাছবাহী ট্রাক ও পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নরসিংদী বেলাবো থানার দুই ওসিসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছিল।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক কামরুল বলেন, দুর্ঘটনার সময় মুষুলধারে বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে ইটাখোলা ফাঁড়িতে রাখা হয়েছে।