নভেম্বর মুক্তি পাচ্ছে ‘স্বপ্নের ঘর’

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার :

সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে সম্পূর্ন ভৌতিক কাহিনী নিয়ে নির্মিত তরুন নির্মাতা তানিম রহমান অংশু পরিচালিত পূর্ন দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বপ্নের ঘর’ । ছবিটি কোন রকম কর্তন ছাড়াই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে বলে জানালেন পরিচালক ।

‘স্বপ্নের ঘর’ সিনেমার গল্প লিখেছেন অনীশ দাস অপু। ছবিটির কাহিনী তৈরি হয়েছে সীমান্ত নামের একজন অভিনেতা এবং তার স্ত্রী মারিয়াকে ঘিরে।

সীমান্ত আর মারিয়ার স্বপ্ন নিজেদের একটি বাড়ি হবে , সন্তান হবে এবং বাড়িটি নিজের মতো করে সাজাবে তারা। তাদের স্বপ্ন বাড়ির মালিক মি: ডিসুজার সাথে এই দম্পতির ভালো সম্পর্ক তৈরি হলেও এই বাড়িতে সীমান্ত ও মারিয়ার জীবন হয়ে উঠে অভিশপ্ত।

মারিয়ার স্বামী সীমান্ত তার প্রতিদ্বন্ধি শোভন খানের কারনে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সহযোগিতার জন্য যায় ডিসুজার কাছে। ডিসুজা থাকে শয়তানের পূজারী। এমনি এক পর্যায়ে ডিসুজা খুন করে শোভন খানকে । সীমান্ত একদিন জানতে পারে আলেক্স নামের এক ব্যাক্তি শোভনের মৃত্যুর জন্য তাকে দায়ী করে। সীমান্ত ডিসুজার কাছে গেলে জানতে পারে ডিসুজা যে ত্যাগ স্বীকার করেছে তা হলো মারিয়ার গর্ভে তার সন্তান এবং সেটি অনেক বড় শয়তান হয়ে জন্মাবে।

মারিয়া বাড়ি ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়ে ডিসুজার কাছে। একসময় অ্যালেক্স ও সীমান্ত দুজনেই ডিসুজাকে মেরে ফেলে। অন্যদিকে মারিয়ার সন্তান ভূমিষ্ট হয় এবং মারিয়া নিজেও শয়তানের রূপ ধারণ করে শয়তানের উপাসনা করতে থাকে। আর এভাবেই এগিয়ে চলে সম্পূর্ন ভৌতিক কাহিনী নিয়ে নির্মিত স্বপ্নের ঘর চলচ্চিত্র।

ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, কাজী নওশাবা আহমেদ, শিমুল খান, মারুফুর রহমান, মালিক বিশ্বাস, রোনো মজুমদার, আরফান অনিক।

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে বার্ণিকাটের বিদায়ী সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধবিমানে আগুন, প্রাণে বাঁচলেন ট্রাম্পপত্নী