বকেয়া বেতন ভাতার দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
আগামী ৬ মে-এর মধ্যে দাবি পূরণ না হলে ৭ মে থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকাররাম হোসেন। সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন দিনাজপুরের ৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী।
এ সময় বক্তব্য দেন নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা কমিটির সভাপতি বাবু সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন, গোপাল চন্দ্র রায়, নিগার সুলতানা, বিলকিস আরা বেগম, শৈলেন চন্দ্র রায়, সফিকুল ইসলাম প্রমুখ। দুপুরে কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি তুলে দেন তারা।