নদীর দখলকৃত জায়গা ছাড়তেই হবে: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সরকারি বা বেসরকারি পর্যায় থেকে নদীর যায়গা যারাই দখল করুক, কোন ছাড় পাবে না উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, টাস্ক ফোর্সের নদী   উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে নদী উদ্ধার ও দূষণ মুক্ত করা নিয়ে গঠিত টাস্ক ফোর্সের বৈঠক করেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে   এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, নদীর জায়গায় সরকারি-বেসরকারি কোন স্থাপনা থাকবে না। ক্ষমতাধরদের হাত যতই লম্বা হোক কোন লাভ হবে না। আপনারাই দেখছেন, অভিযান কিন্তু অব্যাহত আছে এবং থাকবে।
অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, উচ্ছেদ কৃত জায়গা পরিকল্পিত ভাবে সাজানো হবে। ধরতে পারেন টেমস নদীর মত, তবে সেটা তো ১০০ বছরের সফলতা। যা আমরা ১০ বছরে তা করবো।
দখল ও দূষন মুক্ত করতে ১০ বছরের মাস্টার প্লান নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করতে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে: ইসি মাহবুব 
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন শফিকুর রহমান