নদীবন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত

নিউজ ডেস্ক : দেশের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলের নদীবন্দরের জন্য ২ নম্বর নৌ- হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (০৩ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিঃ মিঃ বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ- হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগেই আবরার ফুটওভার ব্রিজের পাইলিং : মেয়র আতিক
পরবর্তী নিবন্ধ‘জ্বালাইয়া গেলা’ গানের মডেল তমা মনি