নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন সময়সূচিতে আজ থেকে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বুধবার (২৩ আগস্ট) থেকে নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। তবে নতুন সময়সূচিতে অফিস শুরুর প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে।
নতুন সময়সূচিতে দেশের ব্যাংক খাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত (লেনদেন ৯টা-৩টা) চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বুধবার (২৪ আগস্ট) সকাল ৮ পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক অনেকটা ফাঁকা দেখা যায়। তবে দেখা যায়নি যাত্রীদের বাড়তি চাপ। যানজটহীন সড়কে নির্বিঘ্নে চলাচল করছে পরিবহনগুলো। সরকারি অফিসগুলোর সময় এগিয়ে আসলেও বেসরকারি অফিসের সময়ে পরিবর্তন হয়নি, সেজন্য সড়ক অনেকটা ফাঁকা বলে মনে করছেন যাত্রীরা।
শ্রাবন পরিবহনের হেলপার মিরাজ বলেন, ‘আজকে থেকে নাকি সকালে অফিস শুরু। ভাবছিলাম সকাল থেকে ভিড় হইবো, সেজন্য আগে গাড়ি বাইর করছিলাম। কিন্তু এখন দেখি যাত্রী নাই। ৮টায় অফিস শুরু, কিন্তু এখন পৌনে ৮টা বাজলেও গাড়ি ভরতে পারতেছি না। অন্যসময় তো অফিস শুরুর আগেই মানুষের ভিড় থাকে।’
গুলিস্তানে অফিসগামী সামসুল হক বলেন, ‘ভেবেছিলাম রাস্তায় মানুষের ভিড় থাকবে, কিন্তু দেখছি সড়ক প্রায় ফাঁকা। কোনো যানজট নেই। গাড়িও পেয়েছি স্বাভাবিকভাবে। প্রথমদিন বলে মনে হয় কিছুটা ফাঁকা।’
গত সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে। শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।