নতুন ও পুরাতন গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক বৈষম্য দূর করা হবে

 নতুন ও পুরাতন (রিকন্ডিশন) গাড়ী আমদানি ক্ষেত্রে শুল্ক বৈষম্য দুর করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়া। রোববার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স এ্যান্ড ডিলার এসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে অবৈধভাবে গড়ে উঠেছে সাড়ে ৫ হাজার ভবন : সাঈদ খোকন
পরবর্তী নিবন্ধউপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ শেষ, চলছে গণনা