জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নগর যুবলীগের আহবায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু’র পক্ষ থেকে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের সদস্য ও ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক দুলাল এর সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য এ্যাড.উম্মে হাবিবা বলেন,আমাদের দেশে সচ্ছল মানুষের চেয়ে পথ শিশুর সংখ্যা অনেক কম,তাই আমরা একজন সচ্ছল মানুষ যদি একজন পথ শিশুকে একটি জামা দেওয়ার দায়িত্ব নেই তাহলে হয়তো প্রতিটি পথ শিশু কম করে হলেও ২/৩টি করে জামা পাবে। আমি আপনি একটা জামা কম কিনলে সেই টাকা দিয়ে অসহায় মানুষদের জন্য কয়েকটি জামা কিনা যাবে,কয়েকটা শিশুর মুখে হাসি ফুটবে। একটা জামা দিয়ে হয়তো একজন অসহায়কে সারা বছরের জন্য খুিশ করা যাবেনা কিন্তু ঈদের একদিনতো খুশি করা যাবে। আরো উপস্থিত ছিলেন,২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ এর সভাপতি চেমন আরা বেগম,সাধারণ সম্পাদক জেবুননাহার, ওয়ার্ড যুবলীগ নেতা মো.নুরুল আফসার, মো.শাহ আলম, মো.জহিরুল ইসলাম, মো.ছাগীর, ওমরগণী এম.ই.এস বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো.রেজাউল করিম রিটন, যুবলীগ নেতা এ্যাড. সৈয়দ রবিউল হোসেন রবি, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি ইয়াছমিন মিনু, মো. সাইফুল করিম, মোঃ ইসমাইল হোসেন, মো.আজিজুর রহমান প্রমূখ।