পপুলার২৪নিউজ ডেস্ক:
লন্ডনে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকারীরা ভুয়া সুইসাইড ভেস্ট পরে ছিল বলে জানিয়েছে লন্ডন পুলিশ।
রবিবার (৪ জুন) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও সেতুসংলগ্ন বরো মার্কেটে হামলা চালানো হয়। হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। এ ছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছেন। সন্দেহভাজন তিন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশের গুলিতে নিহত হামলাকারীদের একজনের লাশের গায়ে কয়েকটি ক্যানিস্টার (টিনের কৌটা) বাঁধা ছিল। সেগুলো দেখে প্রত্যক্ষদর্শীরা বোমা মনে করেন। ওই লাশের একটি ছবি তোলেন গ্যাব্রিয়ালা স্কয়িত্তো নামের এক প্রত্যক্ষদর্শী।
স্কয়িত্তো বলেন, ‘আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি একটি লাশের শরীরে বেল্ট দিয়ে বোমার মতো কিছু বাঁধা আছে। তবে সেগুলো আসল মনে হচ্ছিল না। অনেকটা খেলনার মতো লাগছিল। তাই আমি অতটাও ভয় পাইনি। ’