পপুলার২৪নিউজ ডেস্ক:
নকল পেট লাগিয়ে গর্ভবতী হওয়ার কথা শুনতে হাস্যকর লাগলেও ঘটনা সত্যি। সত্যি সত্যিই নকল পেট লাগিয়ে মা হচ্ছেন ভারতের অনেক নারী। খবরে বলা হয়েছে, লোকলজ্জার ভয়েই তারা এ পথ বেছে নিচ্ছেন। কারণ তারা অন্যের গর্ভ ভাড়া নিয়ে মা হচ্ছেন। আর নকল পেট লাগিয়ে সবাইকে দেখাচ্ছেন তিনি নিজেই গর্ভবতী। আনন্দবাজার।
জানা গেছে, বিভিন্ন মাপের এসব সিলিকন পেট এমনভাবে তৈরি করা হয়, দূর থেকে কিংবা কাছে থেকে হাত দিয়ে স্পর্শ করেও নকল বলার উপায় নেই। এসব নকল পেটের নাম ‘সিলিকন প্রেগন্যান্সি বেলি’। এক থেকে আট মাস পর্যন্ত গর্ভাবস্থার বিভিন্ন মাপের সিলিকন-পেট বাজারে মেলে। এসব পেটের দাম ১২ হাজার টাকা থেকে শুরু।
দীর্ঘদিন সন্তান চেয়েও যারা পাচ্ছেন না, তারাই মূলত পিছিয়ে পড়া সমাজের চোখকে ফাঁকি দিতেই এ পথে পা বাড়াচ্ছেন। এছাড়া যেসব নারী নিজে সন্তান ধারণ করতে চান না তারাও এ পদ্ধতি অনুসরণ করছেন।