নকল ক্যান্সার প্রতিরোধক বিক্রি করত ওরা তিনজন: সিআইডি

পপুলার২৪নিউজ ডেস্ক:চীন থেকে অবৈধ উপায়ে নকল ক্যান্সার প্রতিরোধক এমটি এক্স, ক্লোমাইড ও রিভোকন ওষুধ এনে সারা দেশে ছড়িয়ে দেয়ার সঙ্গে জড়িত তিন ব্যক্তি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে ধরা পড়েছে।

তারা হলেন- রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী (৪৬), নিখিল রাজবংশী (৪৪) ও মোহাম্মদ সাঈদ (৪৫)।

পুরান ঢাকার তাঁতীবাজারে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

শুক্রবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেড় মাস আগে বাংলাদেশে নকল ওষুধ ছড়াচ্ছে অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে সিআইডি।

এর পর তাঁতীবাজার থেকে বৃহস্পতিবার রাতে রুহুল আমিন, নিখিল রাজবংশী এবং শুক্রবার মোহাম্মদ সাইদকে আটক করে সিআইডি।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার পাতা নকল ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ক্যান্সার প্রতিরোধক এমটি এক্স, ক্লোমাইড ও রিভোকন ওষুধও রয়েছে।

এ ছাড়া আটককৃতদের কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকাও উদ্ধার করার কথা জানিয়েছে সিআইডি।

মোল্যা নজরুল বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে নকল ওষুধ চীন থেকে আমদানি করে ঢাকার মিটফোর্ডের ওষুধ মার্কেটসহ বিভিন্ন জেলায় বাজারজাত করছিল।

তিনি বলেন, আটক তিনজন পুলিশের কাছে স্বীকার করেছে, কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ভিন্ন ডিক্লারেশনে তারা এ ওষুধগুলো আনত। চীনের কোনো কোম্পানির কাছে তারা ওষুধ তৈরির অর্ডার দিত।

এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে আরও পদক্ষেপ নিতে ঔষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান মোল্যা নজরুল।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্র চলছে: নজরুল
পরবর্তী নিবন্ধজেএসসি ও জেডিসি ফল প্রকাশ শনিবার