নওগাঁ সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুরের দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আটককৃতরা হলেন উপজেলার দুয়ারপাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিরুল ইসলাম(৩০) ও মৃত কেতাব আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোর ৪টায় ২৩২ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই দুইজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে ১৪ বিজিবি’র হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তারা অবগত নন এবং এ ব্যাপারে কেউ তাদেরকে জানায়নি। তবে তারা নিজেরাই খোঁজ নিচ্ছেন বলে জানান। ঘটনা সঠিক হলে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে চিঠি দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুইজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাজেটে আশা দীর্ঘ, আশ্বাস সংক্ষিপ্ত : বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধটেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান-আয়ারল্যান্ড!