নওগাঁয় ৭০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ৭০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা।

আটকরা হলেন- উপজেলার বোবাতোরা গ্রামের মৃত শম্ভু চন্দ্র আচার্য ছেলে সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মৃত বিষ্ণু প্রামাণিকের ছেলে মনি মণ্ডল (২৫) ও তাতারপুর সরকার পাড়া গ্রামের প্রকাশ চন্দ্র সরকারের ছেলে রকি (১৯)।

ওই গোয়েন্দা সংস্থার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়ার গণেশ পালের বাড়ি থেকে ৭০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। এসময় মূর্তি পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধপ্রবৃদ্ধি অর্জনে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ছাড়াবে বাংলাদেশ