নওগাঁয় দুই বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে বিএসএফ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
20নওগাঁর পোরশার নিতপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাইমুল হক (৪০) ও জিয়াউর রহমান (২৫) নামে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

দুই বাংলাদেশী হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল হক এবং ইসলামপুর গ্রামের মৃত মহুবুলের ছেলে জিয়াউর রহমান।

জানা গেছে, শুক্রবার রাতে ৭/৮ জন বাংলাদেশী রাখাল ভারতের ক্যাদারীপাড়া সীমন্ত দিয়ে গরু নিয়ে আসার সময় ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে আসতে পারলেও নাইমুল হক ও জিয়াউর রহমানকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ১৪ সহ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান বলেছেন ভিন্ন কথা। তার ভাষ্য, বিএসএফের হাতে আটক ওই দুই বাংলাদেশী ভারতের দাল্লা হাই স্কুল মাঠে মাদক সেবন করছিল। এ অবস্থায় দাল্লা পুলিশ তাদের আটক করে। আটকদের ফিরিয়ে আনতে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরবনের নোয়া দস্যু বাহিনীর আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধবেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ