নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নওগাঁ প্রতিনিধি : উত্তরের জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কয়েকদিন ধরে দিনে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। এ কারণে দিনভর শীতে জবুথবু থাকতে হচ্ছে। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ।

সর্বনিম্ন আবহাওয়ার তথ্য জানিয়েছেন বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান।

হামিদুর রহমান বলেন, নওগাঁয় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি নওগাঁতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আরও কিছুদিন তাপমাত্রা নিম্নমুখী হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই-গুয়াহাটিগামী প্লেনের ঢাকায় জরুরি অবতরণ
পরবর্তী নিবন্ধতাপমাত্রা ৩ ডিগ্রির ঘরে, দিল্লিতে রেড অ্যালার্ট জারি