ধোনি-ভুবনেশ্বরের বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে ম্যাচ জয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও পেসার ভুবেনশ্বর কুমার। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি গড়ে ভারতকে নাটকীয় জয় এনে দেন ধোনি ও ভুবেনশ্বর। অষ্টম উইকেটে বড় জুটিতে দলের জয়ে এটি নতুন বিশ্বরেকর্ড।

এর আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের রবি বোপারা ও স্টুয়ার্ট ব্রডের। ২০০৭ সালে ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি গড়ে দলকে ৩ উইকেটে জয় এনে দিয়েছিলেন বোপারা ও ব্রড।

অষ্টম বা তার বেশি উইকেটে সর্বোচ্চ রানের জুটিতে ম্যাচ জয়ে ধোনি-ভুবেনশ্বরের রান দ্বিতীয়স্থানে। এই তালিকায় সবার ওপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও পেসার লাসিথ মালিঙ্গা। ২০১০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নবম উইকেট ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলঙ্কাকে ১ উইকেটে জয় এনে দিয়েছিলেন ম্যাথুজ ও মালিঙ্গা।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয়ে চোখ বার্সেলোনার
পরবর্তী নিবন্ধথাইল্যান্ড ছেড়ে নির্বাসনে গেলেন ইংলাক