পপুলার২৪নিউজ ডেস্ক:
দল জিততে থাকলে ছোট-খাট ভুলগুলো চোখ এড়িয়ে যায়। কিন্তু হারলে সেই ভুলগুলোই বড় দাঁড়ায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে হেরে যাওয়ার সেই ভুলোগুলো নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে ওই ম্যাচে হার্দিক পাণ্ডে ও ধোনির ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে।
এদিনও হার্দিক পাণ্ডেকে চার নম্বরে নামিয়ে একটা পরীক্ষা চালিয়েছিল বিরাট কোহলি। রকেট গতিতে শুরু করলেও হার্দিক পাণ্ডের যিনি ‘প্রিয় খাদ্য’ সেই অ্যাডাম জাম্পারের বলেই লং অফে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। আর এর মধ্য দিয়ে হার্দিক পাণ্ডেকে নিয়মিত চার নম্বরে ব্যাট করানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন অধিনায়ক কোহলি।
প্রশ্ন উঠছে, হার্দিক যদি নিয়মিত চার নম্বরে ব্যাট করেন, তাহলে ধোনি ব্যাটিং অর্ডার আরও নিচে নেমে যায়। তখন ধোনিকে ব্যাট করতে হয় ৭ নম্বরে। ক্রিকেট বিশেষজ্ঞদের আপত্তি এখানেই। ধোনি বরাবরই ক্রিজে কিছুটা থিতু হয়ে তারপর রণংদেহী মূর্তি নেন। সাত নম্বরে নামার অর্থ কী হতে পারে, তা দেখিয়ে দিয়ে গেছে বেঙ্গালুরু ম্যাচই। ক্রিজে নেমেই পরিস্থিতির দাবী মেনে ব্যাট চালাতে গিয়ে আউট হন তিনি।
ভারতীয় মিডিয়ায় বলে হচ্ছে, নির্দিষ্ট ব্যাটিং অর্ডার মেনে ধোনি নামতেন ৬ নম্বরে, তাহলে ক্রিজে কিছুটা থিতু হয়েই ফিনিশিং টাচ দিতে পারতেন তিনি। হার্দিক পাণ্ডে ৭ নম্বরে নেমে শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করার ফ্রি লাইসেন্সও পেয়ে যেতেন।
অনেকেই বলছেন, কোহলির ছোট এই ট্যাকটিক্সের ভুলেই হার হয়েছে। ম্যাচের পরেই যেমন হর্ষ ভোগলে প্রশ্ন তুলে দিয়েছেন, ‘‘ব্যাটিং অর্ডারের পরিবর্তন ভাল বিষয়। কিন্তু সেটা করতে হলে ধোনিকে ভুল জায়গায় ব্যাট করতে নামতে হচ্ছে। এই বিষয়টা ভেবে দেখতে হবে। ‘’
ধোনিকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দিয়ে কোহলি ফের ঠাণ্ডা যুদ্ধ শুরু করেছেন নিজের পূর্বসূরির সঙ্গে। ধোনি-কোহলি প্রকাশ্যে যতই স্বাভাবিক থাকুন না কেন, ফাঁকগুলো কিন্তু নজরে পড়ছেই।