ধোনির দেখা দ্রুততম বোলার শোয়েব?

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি সবেমাত্র শুরু হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই দুরন্ত শুরু করেছে ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরেই এক পার্টিতে হাজির হয়েছিলেন বিরাট কোহলিরা। আয়োজক ছিল বিরাট কোহলির নিজস্ব ফাউন্ডেশন। গ্র্যান্ড ডিনারের সময় ভারতীয় দলকে হোস্ট করছিলেন বিখ্যাত সঞ্চালক অ্যালান উইলকিন্স। সেই ইভেন্টেই উইলকিন্স ভারতীয় ক্রিকেটারদের একাধিক বিষয়ে মজার মজার প্রশ্ন করছিলেন তিনি। সেখানেই এমএস ধোনিকে একাধিক প্রশ্ন করেন উইলকিন্স।
ডার্ক ওয়ার্থ লুইস নিয়ম নিয়ে ধোনিকে প্রশ্ন করলে, মাহি স্বভাবজাত রসিকতা নিয়ে বলেন, আমার মনে হয় না আইসিসিও এই নিয়ম পুরোটা ভাল করে বোঝে। এরপরেই ধোনিকে তাঁর দেখা সেরা দ্রুতগতির বোলারের নাম জিজ্ঞাসা করেন তিনি। ধোনি শোয়েব আখতারের নাম উল্লেখ করেন। এমএস বলেন, যদি এমন একজন বোলারের নাম জিজ্ঞাসা করা হয় আমাকে, আমার সোজা উত্তর হবে শোয়েব আখতার।

প্রসঙ্গত, ২০০৬ সালে ধোনির প্রথম বিদেশ সফরই ছিল পাকিস্তানে। সেখানে শোয়েবের সঙ্গে তাঁর দ্বৈরথ গোটা সিরিজেরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। ফয়জলাবাদে ধোনি ১৪৬ রান করেন। সেই ইনিংসে ধোনি সবথেকে বেশি নির্দয় ছিলেন শোয়েব আখতারের উপরেই।

পূর্ববর্তী নিবন্ধনামহীন এক ভারতীয়র গল্প
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড