ধর্ষিতার চরিত্রে অভিনয় করলেন মেহজাবিন

পপুলার২৪নিউজ ডেস্ক:
গল্পের প্রয়োজনে কত চরিত্রে অভিনয় করতে হয় একজন অভিনয়শিল্পীকে। রাস্তার ভিখারি থেকে শুরু করে কর্পোরেট অফিসের উচ্চ পদের কর্তা, পাগল, ধর্ষিতা আরও কত কী! তবে টিভি তারকা মেহজাবিনকে সাধারণত মধ্যবিত্ত এবং শহুরে মেয়ের চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। এবার তিনি ধর্ষিতার চরিত্রে অভিনয় করলেন। নাটকের নাম ‘অনামিকার নীল উপাধ্যায়’। ড. তৌফীক এলাহির রচনা ও পরিচালনায় নাটকটির গল্পে দেখা যাবে, বিয়ের পিঁড়িতে বসার আগে একটি মেয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনার পর সাধারণত হতাশায় একজন নারী আত্মহননের পথ বেছে নেয়। কিন্তু মেয়েটি প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়ায়। পরে মেয়েটির একজন সহপাঠী সুষমা সহযোগিতার জন্য এগিয়ে আসেন। ঘটনার পালাক্রমে মেয়েটির সঙ্গে পরিচয় হয় সুষমার পূর্বপরিচিত একটি ছেলের। পেছনের ভয়াল অতীতকে দূরে ঠেলে মেয়েটি এবার আগামীকে সুন্দর করে সাজানোর জন্য সঙ্গী হিসেবে পেতে চান ছেলেটিকে। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘দারুণ একটি গল্প। এমন চরিত্রে সাধারণত অভিনয় করা হয় না। নাটকটি দর্শকদের আবেগে নাড়া দেবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি সমাজের মানুষের কাছে একটি মেসেজও দিবে।’ এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন সজল। আরও অভিনয় করেছেন, শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ। শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা
পরবর্তী নিবন্ধক্লাসে ফিরেছেন সরকারি কলেজের শিক্ষকরা