পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের গোয়েন্দা কর্মকর্তারা জানতে পেরেছেন, ধর্ষণে অভিযুক্ত উত্তর প্রদেশের এক মন্ত্রী গ্রেফতার এড়াতে দেশত্যাগের চেষ্টা করছেন। এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা ওই মন্ত্রীর দেশত্যাগ ঠেকাতে শুক্রবার সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
গায়াত্রি প্রজাপতি নামে ওই মন্ত্রীর বিরুদ্ধে মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। খবর এনডিটিভির।
ওই মন্ত্রীকে নিয়ে বিপাকে পড়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কি বলতে পারি, সুপ্রিমকোর্ট থেকে নির্দেশনা চলে এসেছে। সরকার সব ধরনের সহায়তা করবে। আমরাও চাই সত্য বের হয়ে আসুক।’
উত্তর প্রদেশের পুলিশ ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ না নেয়ায় বাধ্য হয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিমকোর্ট গায়াত্রির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
এ ঘটনার বিষয়ে ৮ সপ্তাহের মধ্যে সুপ্রিমকোর্টে প্রতিবেদন জমা করার নির্দেশও দেয়া হয়। তার মেয়েকেও মন্ত্রী যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওই নারীর।