ভারতের বিতকির্ত ধর্ষকগুরু গুরমিত রাম রহিম সিংকে মুক্ত করার চক্রান্তের অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তিনদিনের রিমান্ডে পাঠান।
গ্রেফতার হওয়া তিন পুলিশের মধ্যে দুজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবল।
পঞ্চকুলার উপপুলিশ কমিশনার মনকবির সিং বলেন, গত ২৫ আগস্ট ডেরা সাচ্চা সৌদাপ্রধান গুরমিতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন হেড কনস্টেবল অমিত ও রাজেশ এবং কনস্টেবল রাজেশ।
তিনি বলেন, বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর তাকে মুক্ত করার চক্রান্ত করেছিলেন এই তিন পুলিশকর্মী।
উপকমিশনার জানান, আটক তিন পুলিশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
এ ছাড়া গুরমিতের নিরাপত্তার দায়িত্বে থাকা হরিয়ানা পুলিশের পাঁচ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং পাঞ্জাব পুলিশের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।